পতিত ফ্যাসিষ্ট আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফের নিকট আত্মীয় ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের অপসারণ দাবিতে পাবনার ঈশ্বরদীতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিষ্ট আওয়ামী দোসরদের সঙ্গে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান উদযাপন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে দুর্ব্যবহার ও ফ্যাসিষ্ট আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের পুন:বাসন চেষ্টার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকালে ঈশ্বরদী প্রেসক্লাব চত্বর থেকে রেলগেট হয়ে উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ভুক্তভোগী ঈশ্বরদীবাসীর ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, রাজশাহীর ভোলাহাট থেকে গত ১৮ সেপ্টেম্বর ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন মো. মনিরুজ্জামান। তার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায়। তিনি পতিত ফ্যাসিষ্ট আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফের ভাগ্নে এবং...