জাতীয় পেনশন স্কিমে ২০২৪-২৫ অর্থবছরের মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১৬ কোটি ৩৩ লাখ ৪ হাজার ২৩ টাকা। এতে সর্বোচ্চ মুনাফার হার নির্ধারিত হয়েছে ১১ দশমিক ৬১ শতাংশ। সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের তৃতীয় সভায় এই তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং পেনশন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. সালেহউদ্দিন আহমেদ। সভায় জানানো হয়, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত জাতীয় পেনশন স্কিমে সর্বমোট তিন লাখ ৭৩ হাজার ৯৮৭ জন চাঁদাদাতার মাসিক চাঁদা এবং ২০২৩-২৪ অর্থবছরের প্রারম্ভিক স্থিতিসহ জমাকৃত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৭ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ৫৪ টাকা। এই অর্থের ওপর নির্ধারিত সময়ের ভিত্তিতে হিস্যা অনুযায়ী মুনাফা প্রদান করা হবে। চাঁদাদাতারা তাদের পেনশন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রাপ্ত...