নির্বাচন ভবনে নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে সাবেক কর্মকর্তাদের অভিজ্ঞতা শোনে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ দ্রুত নির্বাচন কমিশনের অধীনে নেওয়ার সুপারিশ এসেছে ইসির সঙ্গে সাবেক কর্মকর্তাদের এক বৈঠকে। ‘দল নিরপেক্ষ’ ভূমিকার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে প্রশাসনে প্রয়োজনীয় রদবদল আনতে সরকারকে প্রস্তাব দেওয়ারও অনুরোধ করেছেন ইসির সাবেক কর্মকর্তারা।আরো পড়ুন:চাকসু: ছাত্রদলকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরলেন দুই প্রার্থীবিসিবির পরিচালক নির্বাচনে আর্থিক লেনদেনের অভিযোগ চাকসু: ছাত্রদলকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরলেন দুই প্রার্থী মঙ্গলবার (৭ অক্টোবর) নির্বাচন ভবনে নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে সাবেক কর্মকর্তাদের অভিজ্ঞতা শোনে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। চার নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। সিইসি নাসির উদ্দিন বলেন, “সাবেক...