ফেসবুকে ছবিটি পোস্ট করে প্রশ্ন রেখেছেন জুবিনের স্ত্রী গরিমা ভারতীয় কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গ। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান এই গায়ক। সময় যত গড়াচ্ছে, তার মৃত্যু নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা। নানা ধরনের সন্দেহ দানা বাঁধছে। প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছিল, স্কুবা ডাইভিং করতে গিয়ে জুবিনের মৃত্যু হয়েছে। পরে দাবি করা হয়, স্কুবা ডাইভিং নয়, সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হয়েছে তার। জুবিনের মৃত্যুর পর সিঙ্গাপুরে তার ময়নাতদন্ত হয়েছে। এ রিপোর্টে অস্বাভাবিক কিছু মেলেনি বলেই দাবি। সেই রিপোর্টও ভারতে পাঠানো হয়েছে। জুবিনের মরদেহ ভারতে আনার পর আসাম সরকারও গায়কের ময়নাতদন্ত করেছে। তবে এই ময়নাতদন্তের রিপোর্ট এখনো পাওয়া যায়নি। ফলে বরেণ্য এই শিল্পীর মৃত্যুর আগে এবং পরে ঠিক কী ঘটেছিল, তা-ও স্পষ্ট নয়; ক্রমশ প্রশ্ন জন্ম নিচ্ছে।আরো পড়ুন:তিস্তাপাড়ে দুর্ভোগ কমেনি, পুনর্বাসনে নেই...