বাংলাদেশে থানায় গায়েবি, ভুতুড়ে, অদৃশ্য, গুপ্ত, অন্তর্হিত, আজগুবি, রহস্যময় বা যে নামেই অভিহিত করা হোক না কেন,মামলা রুজু হচ্ছে বলে ফিসফাস চলছে। তথাপি সরকারি কার্যালয়ে এ ধরনের বিভাগীয় মামলার কথা শুনে যেন আমার চোখ কপালে ঠেকলো। এমনই এক বাস্তব ঘটনা নিয়ে আজ আমার এই রচনাটি। এক ধরনের অসৎ চক্রের সাহায্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন অধিদপ্তরে গায়েবী বিভাগীয় মামলার মহোৎসব বিরাজ করছে। মামলাবাজি জগতের নতুন এসংস্করণে এগিয়ে রয়েছে মিরপুরে-২ এ অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ অধিদপ্তর কেন্দ্রিক নতুন করে আবির্ভূত হওয়া একটি বিশেষ সিন্ডিকেটের ছত্রছায়ায় দেশব্যাপীনিজেদের আস্থাভাজন অসাধু কর্মচারীদের চাহিদা মত দপ্তরে পোস্টিং প্রদান করতে এবং তাদের কর্মকাণ্ড বাধা হয়ে দাঁড়াতে পারে এমন সৎ ও নিষ্ঠাবান কর্মচারীকে সরিয়ে দিতে নব উদ্ভাবিত মামলা জগতের এ সংস্করণটি আবিষ্কার করা হয়েছে বলে মনে করেন...