জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে আজ মঙ্গলবারও (০৭ অক্টোবর) বৃষ্টি হানা দিয়েছে। বৃষ্টির বাধায় সংক্ষিপ্ত হয়ে আসে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ম্যাচ। তবুও এই ম্যাচে উত্তেজনার কমতি ছিল না একফোঁটা। সিলেটের একাডেমি মাঠে বৃষ্টির পর ১৩ ওভারে হওয়া ম্যাচে একসময় ভরাডুবির মুখে ছিল চট্টগ্রাম বিভাগ। কিন্তু ইয়াসির আলী রাব্বির ঝড়ো ব্যাটে ঘুরে দাঁড়িয়ে ৫ উইকেটের দুর্দান্ত জয়ে মাঠ ছাড়ে তারা। এই জয়ে ৭ ম্যাচের ৫টি জিতে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান আরও মজবুত করল ইয়াসিরদের দল। অন্যদিকে টানা দ্বিতীয় হারের তিক্ততায় পঞ্চম স্থানে নেমে গেল ঢাকা বিভাগ, যারা আগের তিন ম্যাচে জয়ের দেখা পায়নি।আরো পড়ুন:লো স্কোরিং ম্যাচে রংপুরের জয়, বরিশাল-রাজশাহীর পয়েন্ট ভাগাভাগিশেষ ওভারের নাটকে জিয়াউরের জাদু, খুলনার দুর্দান্ত জয় লো স্কোরিং ম্যাচে রংপুরের জয়, বরিশাল-রাজশাহীর পয়েন্ট ভাগাভাগি শেষ ওভারের নাটকে...