মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম পোপ লিও চতুর্দশ পোপ হিসেবে তাঁর প্রথম বিদেশ সফরের জন্য তুরস্ক ও লেবাননকে বেছে নিয়েছেন। ভ্যাটিকান মঙ্গলবার (৭ অক্টোবর) জানিয়েছে, লিও ২৭ থেকে ৩০ নভেম্বর তুরস্কে ও এরপর ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর লেবাননে সফর করবেন। খবর আলজাজিরার। দুটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বেছে নেওয়াকে খ্রিস্টান ও মুসলিম উভয় সম্প্রদায়ের জন্য প্রতীকী এবং অর্থপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এই দুটি দেশেই প্রাচীন খ্রিস্টান সম্প্রদায়ের বাস ও প্রয়াত পোপ ফ্রান্সিসও তাঁর মৃত্যুর আগে দেশ দুটি পরিদর্শন করার আশা করেছিলেন। তুরস্কে লিওর এই সফরটি প্রথম একুমেনিক্যাল কাউন্সিল, অর্থাৎ নাইসিয়া কাউন্সিলের ১৭০০তম বার্ষিকীতে অনুষ্ঠিত হবে। এই কাউন্সিলটি বর্তমানে তুরস্কের ইজনিক শহরে হয়েছিল ও খ্রিস্টান ধর্মের মূলনীতি প্রতিষ্ঠা করেছিল। এই অনুষ্ঠানে পোপ লিও বিশ্বের ২৬ কোটি অর্থোডক্স খ্রিস্টানদের আধ্যাত্মিক নেতা প্যাট্রিয়ার্ক বার্থোলোমিউয়ের সঙ্গে...