যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিনে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি)। মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো হোয়াইট হাউস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই বিশ্বব্যাপী জনপ্রিয় মিক্সড মার্শাল আর্টস প্রতিযোগিতা।ভার্জিনিয়ার নরফোক নৌঘাঁটিতে দেওয়া এক ভাষণে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, আগামী ২০২৬ সালের ১৪ জুন, তার জন্মদিন উপলক্ষে হোয়াইট হাউসের মাঠে অনুষ্ঠিত হবে এই বিশেষ ইউএফসি লড়াই।এর আগে ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইট জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে চলতি বছরের ৪ জুলাই এই প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা ছিল। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে ট্রাম্পের জন্মদিনে অনুষ্ঠানটি করার সিদ্ধান্ত নেওয়া হয়।ডানা হোয়াইট আরও জানান, আগামী বছরের শুরু থেকেই শুরু হবে ‘হোয়াইট হাউস কার্ড’ তৈরির কাজ, যা ইউএফসি ইতিহাসের সবচেয়ে বড় ফাইট কার্ড হিসেবে বিবেচিত হবে। তার ভাষায়, ‘এটি শুধু একটি লড়াই নয়— এটি...