কোভিডের আতঙ্কে যখন মানুষ দূরে সরে যাচ্ছিল, তখন এক পুলিশ অফিসার একা হাতে এগিয়ে গেলেন একজন মৃত মানুষের দায়িত্ব নিতে। সেই দৃশ্য একজন নির্মাতার চোখে পুলিশকে নতুনভাবে দেখার দরজা খুলে দিয়েছিল। আমাদের সমাজে পুলিশ মানেই ভয়, অভিযোগ আর নেতিবাচকতা। ছোটবেলা থেকেই আমরা শিখি, “এটা না করলে পুলিশ এসে ধরে নিয়ে যাবে।” বড় হতে হতে সেই ভয়ই ঘৃণায় রূপ নেয়। টেলিভিশন, সংবাদপত্র বা সামাজিক মাধ্যমে পুলিশের বিরুদ্ধে অভিযোগই বেশি প্রচারিত হয়- ঘুষ, হয়রানি, নিরীহ মানুষকে ফাঁসানো ইত্যাদি। কিন্তু সত্যিই কি পুরো চিত্রটা এমন? নাকি বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকে অন্যরকম কিছু মানবিক গল্প? ২০২০ সালের সেই ভয়াবহ সময়ে আমি সচেতনতামূলক অনুষ্ঠান তৈরি করছিলাম। ডাক্তার, নার্স, খেটে খাওয়া মানুষ, তাদের সংগ্রাম তুলে ধরার চেষ্টা করছিলাম। একদিন মালিবাগে একটি বেসরকারি হাসপাতালে ডাক্তারের সাক্ষাৎকার নিতে...