০৭ অক্টোবর ২০২৫, ০৭:০৪ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৭:০৪ পিএম ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দলে ফিরেছেন বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক। জায়গা হারিয়েছেন ব্যাটার মার্নাস লাবুশেন। ওয়ানডের পাশাপাশি ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে অস্ট্রেলিয়া। ঐ সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোঘণা করেছে সিএ। টি-টোয়েন্টি দলে ফিরেছেন জশ ইংলিশ ও ন্যাথান এলিস। কাজের চাপ বিবেচনায় গত বছরের নভেম্বর থেকে ওয়ানডে খেলেননি স্টার্ক। এরপর শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করেন তিনি। ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরতে যাচ্ছেন গেল মাসে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া স্টার্ক। ২০১০ সালে অভিষেকের পর অস্ট্রেলিয়ার হয়ে ১২৭ ম্যাচে ২৪৪...