০৭ অক্টোবর ২০২৫, ০৭:২৮ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৭:২৮ পিএম নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে বিভিন্ন নৌযানে চাদাঁবাজীর সময় পুলিশ-চাদাঁবাজদের মধ্যে সংঘর্ষ, গুলি ও টেটাবিদ্ধের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে সোনারগাঁওয়ের মেঘনা নদীর বারদীর নুনেরটেক এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে তিন পুলিশসহ ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোনারগাঁও উপজেলার মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে সোনার গাঁওয়ের ও পার্শ্ববর্তী কুমিল্লার মেঘনা উপজেলার যৌথ সিন্ডিকেট এ চাঁদাবাজি করে নদীপথে, মঙ্গলবার মেঘনার নলচর গ্রামের বারেকের নেতৃত্বে তার ছেলে মহসিন, হাসনাত, রানা, সাজ্জাদসহ ২০/৩০ জনের একটি চাঁদাবাজ বাহিনী বালু ও মালবাহী বিভিন্ন নৌযানে চাঁদাবাজি করে আসছে। মঙ্গলবার সকালে বিভিন্ন নৌযান মেঘনা নদীর নুনেরটেক এলাকায় দিয়ে যাওয়ার সময় বারেকের...