কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর তার ঘোষিত প্রতিটি দলেই ডাক পেয়েছেন বেন্তো। তবে জাতীয় দলে নিজের জায়গা নিশ্চিত ধরে নিতে চান না ২৬ বছর বয়সী এই গোলরক্ষক। দলের মূল গোলরক্ষকদের একজন না হলেও আগামী বিশ্বকাপে খেলার ছবি অবশ্য মনের মধ্যে আঁকছেন তিনি। বেন্তো প্রথমবার ব্রাজিল দলে ডাক পান ২০২৩ সালের অগাস্টে। তবে অভিষেকের জন্য তাকে অপেক্ষায় থাকতে হয় আরও অনেকটা সময়। ২০২৪ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলের স্বাদ পান তিনি। গত কয়েক বছর ধরে ব্রাজিলের মূল দুই গোলরক্ষক আলিসন ও এদেরসন। বেন্তো খুব বেশি ম্যাচ খেলার সুযোগ তাই পাননি। এখন পর্যন্ত খেলেছেন চারটি ম্যাচ। চোটের কারণে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে আসছে দুই প্রীতি ম্যাচের দলে নেই আলিসন। এ যাত্রায় বেন্তোর খেলার সম্ভাবনা তাই বেড়েছে।...