কেউ বলেন তিনি দক্ষিণ ভারতের সিনেমার অভিভাবক। কেউ বলেন সবচেয়ে বড় তারকা। কেউ আবার তাকে সিনেমার ঈশ্বর ভেবে পূজাও করেন। বলছি রজনীকান্তের কথা। বয়সকে জয় করে তিনি অদম্য যাত্রা করে চলেছেন চলচ্চিত্রে। তার সিনেমা মানেই বক্স অফিসে ঝড়। দীর্ঘ সময় ধরে রজনীকান্ত তার আসন্ন সিনেমা ‘জেলার ২’ নিয়ে ব্যস্ত থাকার পর সম্প্রতি তিনি শুটিং থেকে বিরতি নিয়েছেন। হিমালয়ে আধ্যাত্মিক যাত্রায় বের হয়েছেন অভিনেতা। ৪ অক্টোবর, ২০২৫-এ তাকে দেখা গেছে রিসিকেশে। তিনি প্রকৃতির সান্নিধ্যে সাদাসিধে শান্ত জীবন উপভোগ করছেন। সেখানে ফুটপাতে লাঞ্চ করে ভাইরাল সুপারস্টার রজনীকান্ত। কয়েকজন সফরসঙ্গীর সঙ্গে রাস্তার ধারে ফুটপাতে সাধারণ খাবার দিয়ে দুপুরের লাঞ্চ উপভোগ করতে দেখা গেছে এই তারকাকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়েছে। সবসময়ই স্টারডমের বাইরে গিয়ে সাধারণ জীবন উপভোগ করতে ভালোবাসেন রজনীকান্ত। আবারও...