বেনাপোল প্রতিনিধি:অবেশেষে বেনাপোল কাস্টমস হাউসের নাটকীয় ঘুষ কেলেংকারীর মহানায়িকা কাস্টমস সুপার শামীমা আক্তারকে রক্ষা করতে পারেনি বেনাপোল কাস্টমস হাউস। তীব্র সাংবাদিকদের আন্দোলনের মুখে ওই কর্মকর্তাকে দুদক মামলা দিতে বাধ্য হয়েছে। যশোর দুদকের সহকারী পরিচালক আনোয়ার হোসেন যশোর জেলা দায়রা জজ আদালতে বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলা দুদকের তদন্ত নং -৯ তারিখ স্মারক নং ২৪২২ মামলা নং ১১/২০২৫ তারিখ ৭/১০/২০২৫। এই মামলার এজাহারে উল্লেখ অনুযায়ী আসামিরা হলেন ১। বেনাপোল কাস্টমস হাউজের সুপার শামিমা খাতুন, পিতা শহিদুল ইসলাম, গ্রাম: ৩০২ নাজির শংকরপুর যশোর ২। বেনাপোল পোর্ট থানার নাজমুল হোসেন এর ছেলে হাসিবুর রহমান (২৭)। ১ নং আসামি ও ২ নং আসামি ঘুষ লেন দেন এর কাজে সহায়তা থাকায় বাংলাদেশ দন্ডবিধির ১৬১/১৬২/১৬৩/১৬৪ও ১৬৫ (ক) ১০৯ নং ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭...