যশোরে টাইফয়েড টিকাদান কর্মসূচি-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ের সাংবাদিকদের নিয়ে একটি কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টায় জেলা কালেক্টরেট ভবনের কপোতাক্ষ সভাকক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুজ সাদিক রাসেল, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক একরাম উদ দৌলা প্রমুখ। এছাড়া জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও কর্মশালায় অংশগ্রহণ করেন। সভায় জানানো হয়, দেশে প্রথমবারের মতো আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এক মাসব্যাপী টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচি পরিচালনা করবে সরকার। এ সময় যশোর জেলায় মোট ৭...