ভারতের ওডিশার জাজপুর জেলার নদীতে এক নারীকে কুমির টেনে নিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ৫৭ বছর বয়সী সৌদামিনী মহালা নামের ওই নারী সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। সোমবার বিকাল ৪টার দিকে ঘটনাটি ঘটেছে জাজপুরের বিঞ্জারপুর থানার অন্তর্গত কান্তিয়া গ্রামে। এক প্রত্যক্ষদর্শীর মোবাইলে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, একটি বড় কুমির ওই নারীকে নদীর গভীর স্রোতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী নব কিশোর মহালা বলেন, আমরা দেখলাম কুমিরটি তাকে নিয়ে যাচ্ছে। আমরা ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু সব...