রাজধানী ঢাকাসহ সারাদেশে রাস্তাঘাট ও অলিগলিতে অনেক কুকুর রয়েছে। প্রায়ই দেখা যায় হঠাৎ রাস্তায় বা আশেপাশে কুকুরের আক্রমণের শিকার হন অনেকে। চিকিৎসকরা সতর্ক করে বলছেন, কুকুরে কামড়ানোর পর প্রথম ১৫ মিনিটই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই সময় সঠিক পদক্ষেপ নিলে সংক্রমণ ও জটিলতা অনেকাংশে এড়ানো সম্ভব। ১. রক্তপাত নিয়ন্ত্রণ করুন:যদি কামড়ে প্রচুর রক্তপাত হয়, তাহলে পরিষ্কার কাপড় বা ব্যান্ডেজ দিয়ে হালকা চাপ দিন। খুব বেশি জোরে চাপ দেবেন না, কারণ এতে ব্যাকটেরিয়া আরও ভেতরে প্রবেশ করতে পারে। ২. ক্ষত ভালোভাবে ধুয়ে ফেলুন:কামড়ানো স্থানে অন্তত ৫–১০ মিনিট ধরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং হালকা সাবান ব্যবহার করুন। চিকিৎসকরা এটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন। এতে কুকুরের মুখের লালা, মাটি ও ব্যাকটেরিয়া ধুয়ে যায়। ৩. অ্যান্টিসেপটিক ব্যবহার করুন:ক্ষত ধোয়ার পর পভিডন,...