এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাসে টইটম্বুর জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, বাংলাদেশ দলে এখন ‘আত্মবিশ্বাস ও লড়াইয়ের তীব্রতা’ দুটোই আছে।আর সেই শক্তি নিয়ে ঘরের মাঠে জয়ের লক্ষ্যে মাঠে নামবে তারা। বুধবার জাতীয় দলের অনুশীলনের ফাঁকে কথা বলেন ব্রিটিশ-বাংলাদেশি এই ফুটবলার। আগের দিন অনুশীলনে থাকলেও সংবাদমাধ্যমের সামনে আসেননি হামজা। তবে এবার যেন সব অপেক্ষার জবাব দিলেন আত্মবিশ্বাসী কণ্ঠে। তিনি বলেন, ‘এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা জয়ের জন্যই মাঠে নামব। টিম এখন ভালো জায়গায় আছে, আমরা সবাই একসাথে কাজ করছি খেলোয়াড়, কোচিং স্টাফ সবাই মিলে একটা শক্ত ইউনিট হয়ে গেছি। ইনশাআল্লাহ জয় নিয়ে মাঠ ছাড়ব। ’ সিলেটের আঞ্চলিক টানে স্থানীয় দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া হামজা জানান, তিনি দলের প্রস্তুতিতে সন্তুষ্ট। সিলেটি ভাষায় রসিকতা...