জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বাস্তবায়ন ও আইটির দায়িত্বপ্রাপ্ত সদ মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ গোপনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে।দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে মঙ্গলবার (০৭ অক্টোবর) সমন্বিত জেলা কার্যালয় ঢাকায় এ মামলা দায়ের করা হয়য়েছে। এ ছাড়া এনবিআরের বর্তমান প্রসাশনে প্রভাব বিস্তারের বিস্তর অভিযোগও রয়েছে।দুদকের মামলায় বলা হয়েছে, সরকারি দায়িত্ব পালনের সময় বেলাল চৌধুরী অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেন এবং সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেন। ২০২২ সালের জুলাই মাসে জমা দেওয়া তার সম্পদ বিবরণীতে তিনি ৮ কোটি ৮৩ লাখ টাকার সম্পদ দেখান। তবে দুদকের অনুসন্ধানে তার নামে ১৩ কোটি ৪৩ লাখ টাকার সম্পদ পাওয়া যায়। অর্থাৎ তিনি প্রায় ৪...