চট্টগ্রামের হাটহাজারীতে মো. আবদুল হাকিম (৬৫) নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকালে হাটহাজারী থানাধীন মদুনাঘাট ব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে। নিহত আব্দুল হাকিম পার্শ্ববর্তী উপজেলা রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা এবং হামিম এগ্রো নামে তার একটি গরুর খামার রয়েছে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী, তবে তার কোনো পদ বা পদবী জানা যায়নি। জানা গেছে, আব্দুল হাকিম একটি প্রাইভেট কার যোগে রাউজান থেকে শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মদুনাঘাট ব্রিজ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় আব্দুল হাকিমকে উদ্ধার করে চট্টগ্রাম নগরীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কে বা কারা তাকে গুলি করেছে, সে...