বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নর্বনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভাতেই বিপিএল নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান জানিয়েছেন, 'যেহেতু আমাদের একটা স্লট আছে ডিসেম্বর-জানুয়ারি, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বিপিএল আয়োজনের লক্ষ্যে এগিয়ে যাব।' মোস্তফা কামাল থেকে নাজমুল হাসান পাপন হয়ে ফারুক আহমেদ, কারো সময়েই বিপিএল নিয়ে ইতিবাচক তেমন কোন কিছু খুঁজে পাওয়া যায়নি। না হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের উন্নতি, না হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর মাধ্যমে ক্রিকেটের বিস্তার। ভুইফোঁড় লোকজনের পকেট হয়েছে ভারী, আর কইয়ের তেলে কই ভেজে গণমাধ্যমে চেহারা দেখিয়েছে একদল প্রতারক, যাদের কাছে বিসিবি'রই অনেক টাকা পাওনা। এবারে বিপিএল নিয়ে কঠোর অবস্থানে যাবার ঘোষণা দিয়েছেন ইফতেখার রহমান মিঠু , 'আমরা যে ইওআই (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট)টা পাঠাব সেখানেই লেখা থাকবে (ব্যাঙ্ক গ্যারান্টি) এবং এটা নির্দেশনা দেবে আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজম্যান্ট...