গৌহাটির বরষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ১৭৮ রান ডিফেন্ড করতে নেমে বাংলাদেশের বোলাররা দারুণ পারফর্ম করছেন। বিশেষ করে মারুফা আক্তার। ইনিংসের পঞ্চম বলেই এই পেসার ইংলিশ ওপেনার অ্যামি জোন্সকে আউট করে দেন। তার ইনসুঙ্গিং ডেলিভারি প্যাডে আঘাত করলে এলবিডাব্লিউ আউট দেন আম্পায়ার। দুবল পরেই নাহিদার বলে ক্যাচ তুলে দিয়েছিলেন আরেক ওপেনার ব্যুম্যান্ট। কিন্তু মিডঅনে ক্যাচটা হাতে নিয়েও ফেলে দেন মারুফা আক্তার। পরে এই বাহাতি ব্যাটারকে মারুফাই আউট করেছেন এলডাব্লিউর...