সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন আইসিডিডিআর,বি-এর সিনিয়র বিজ্ঞানী (ইমেরিটাস) এবং দ্য ল্যানসেট গ্লোবাল হেলথ কমিশন অন মেডিক্যাল অক্সিজেন সিকিউরিটি-এর অন্যতম জ্যেষ্ঠ লেখক ড. শামস এল আরিফীন। আইসিডিডিআর,বি-র বিজ্ঞানী, ড. আহমেদ এহসানুর রহমানের নেতৃত্বে পরিচালিত একটি গবেষণার ফলস্বরূপ ২০২২ সালে এই কমিশন প্রতিষ্ঠিত হয়। কমিশনে অ্যাকাডেমিয়ার ১৮ জন বিশেষজ্ঞ এবং গবেষক, চিকিৎসা সেবাদানকারী ও জনস্বাস্থ্য পেশাজীবীসহ বিভিন্ন ক্ষেত্র থেকে ৪০ জন উপদেষ্টা কাজ করছেন। করোনাভাইরাস মহামারীর মতো বৈশ্বিক স্বাস্থ্য জরুরি পরিস্থিতিতেও যেন অক্সিজেনের অভাবে কারও মৃত্যু না হয়, সেই লক্ষ্য নিয়ে কাজ করছে কমিশন। কমিশনের বৈশ্বিক বিশ্লেষণ অনুসারে, প্রতি বছর বিশ্বজুড়ে আনুমানিক ৩৭৩ মিলিয়ন মানুষের চিকিৎসার জন্য অক্সিজেন...