০৭ অক্টোবর ২০২৫, ০৭:৪০ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৭:৪০ পিএম মিডল অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারি ও টেল-এন্ডার ব্যাটার রাবেয়া খানের ব্যাটিং নৈপুণ্যে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে জয়ের জন্য ১৭৯ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ দল। সোবহানা ৬০ এবং রাবেয়া ২৭ বলে অপরাজিত ৪৩ রান করেন। ভারতের গৌহাটিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশকে ২৯ বলে ২৪ রানের সূচনা এনে দেন দুই ওপেনার রুবাইয়া হায়দার ও শারমিন আকতার। ৯ বলে ৪ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন রুবাইয়া। প্রথম উইকেট পতনের পর ষষ্ঠ ওভারে ক্রিজে এসে মাত্র ২ বল খেলে খালি হাতে সাজঘরে ফিরেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ক্রিজে সেট হয়ে দলীয় ৫৯ রানে আউট হন শারমিনও। ৬টি চারে ৫২ বলে ৩০ রান করেন...