০৭ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ পিএম নওগাঁর নিয়ামতপুরের বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে মাত্র ৩ হাজার টাকা মূল্যের একটি গাছ কাটাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ওই ঘটনায় কোনো বিচার না পেয়ে ভুক্তভোগী গ্রামবাসীরা খুনিদের বিচারের দাবিতে ওই গ্রামে মানববন্ধন করে। নিহতরা হলেন ওই গ্রামের অছির মন্ডলের ছেলে শরিফুল ইসলাম ও আফসার আলীর ছেলে আজিজুল ইসলাম। ঘটনাটি ঘটেছিল চলতি বছরের ১০ এপ্রিল। এক পর্যায়ে নিহতদের স্বজন, গ্রামবাসী ও এলাকাবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভে বিক্ষোভে পুরো গ্রাম উত্তাল হয়ে ওঠে। মানববন্ধনে তারা বলেন, মাত্র ৩ হাজার টাকা মূল্যের একটি গাছ কাটাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে শরিফুল ও আজিজুলকে হত্যা করা হয়েছে। দ্রুত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি...