বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম বলেছেন, গাজার মানুষদের পাশে দাঁড়ানো এখন মানবতার পরীক্ষা। আমরা জানি ঝুঁকি আছে। কিন্তু অন্যায় আর অবরোধের বিরুদ্ধে নীরব থাকা পাপ। জাহাজ থেকে সর্বশেষ তথ্যে বিশ্ববাসীকে এই স্পষ্ট বার্তা জানিয়েছেন শহিদুল আলম। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহিদুল আলম তার ফেসবুকে পোস্টে জানান, ইতালি থেকে যাত্রা শুরু করা কনসায়েন্স জাহাজটি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) অংশ। ইসরায়েলের আরোপিত অবৈধ অবরোধ ভেঙে গাজার মানুষকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোই ফ্লোটিলার মূল লক্ষ্য। কনসায়েন্স জাহাজের যাত্রীরা মূলত সাংবাদিক ও চিকিৎসক। এই পেশাজীবীদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা সবচেয়ে বেশি হয়েছে। তাই এটি শুধু একটি যাত্রা নয় বরং ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর জন্য একটি কড়া বার্তাও, যা‘সাংবাদিক ও চিকিৎসকদের ওপর লক্ষ্য করে চালানো হত্যাকাণ্ড’ এবং ‘গাজা অবরোধ’ উভয়েরই অবৈধতাকে চ্যালেঞ্জ জানিয়েছে এই...