প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আসা বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে সুবিধা করতে পারল না। যদিও সোবহানা মোস্তারি ফিফটি হাঁকিয়ে দলকে ভরসা দিয়েছিলেন।শেষদিকে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন রাবেয়াও। কিন্তু বাকিদের ব্যর্থতায় ১৮০ রানের আগেই থেমেছে নিগার সুলতানা জ্যোতির দল। ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৭৮ রান করতে পেরেছেন তারা। অর্থাৎ ইংলিশদের সামনে লক্ষ্য ১৭৯ রান। গুয়াহাটিতে আজ দুই দলই মাঠে নেমেছে একটি করে জয় পুঁজি করে। পাকিস্তানকে বেশ সহজেই হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ। ইংল্যান্ডও নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারায়। টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। বাংলাদেশ দলের একাদশে আজ দুটি পরিবর্তন এসেছে, একাদশে ফিরেছেন রিতু মনি ও সানজিদা মেঘলা। তাদের জায়গা ছেড়েছেন ফারজানা হক ও নিশিতা নিশি। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২৫ রানে ওপেনার রাবেয়া হায়দার...