জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অভ্যুত্থান–পরবর্তী সরকারের কিছু উপদেষ্টা দায়িত্বে অবহেলা করছেন। তাঁদের মধ্যে অনেকে শুধু নির্বাচন আয়োজন করে দায়িত্ব শেষ করে ‘এক্সিট’ নিতে চান বলে অভিযোগ করেন তিনি। মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দলের জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এই মন্তব্য করেন সারজিস আলম। তিনি বলেন, “যাঁরা মনে করেন দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে বেরিয়ে যেতে পারবেন, তাঁদের জন্য বলতে হয়—মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, বাংলাদেশের মানুষ তাঁদের খুঁজে বের করবে।” সারজিস আলমের দাবি, অভ্যুত্থান–পরবর্তী সরকার শহীদের রক্তের ঋণে দাঁড়িয়ে আছে, তাই এ সরকারের দায়িত্ব আরও বড়। “যদি তারা দায়িত্ব এড়িয়ে যায়, তবে জনগণের সামনে মুখ দেখাতে পারবে...