গতকাল সোমবার হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। মঙ্গলবার তিনি পল্টনের ভলিবল স্টেডিয়ামে জিয়া আন্তঃভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ অভিযোগ করেছেন। আমিনুল হক অভিযোগ করে বলেন, ‘ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারের হস্তক্ষেপ হয়েছে। ক্রীড়া উপদেষ্টা যে সরাসরি হস্তক্ষেপ করেছেন, তার প্রত্যেকটির প্রমাণ রয়েছে। আমি শুনে অবাক হয়েছি যে, ক্রীড়া উপদেষ্টা বিভিন্ন কাউন্সিলরকে ডেকে নিজে হুমকি দিয়েছেন, যাতে নির্বাচনে ভোট দেন। অনেক কাউন্সিলর আমাকে ফোন করে বলেছেন।’ আমিনুল হক আরও বলেন, ‘এ ধরনের আচরণ করতে পারেন, সেটা চিন্তাও করিনি। ক্রিকেট বোর্ড হচ্ছে বাংলাদেশের সবার। ক্রিকেট বোর্ড কোনো ব্যক্তির নয়। ক্রীড়া উপদেষ্টা নিজে ক্রিকেট বোর্ডকে তার ব্যক্তিগত করে নিয়েছেন। ক্রীড়া উপদেষ্টা বলেছেন, যে কোনো মূল্যে...