ইসরায়েল থেকে ছাড়া পেলেন গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা অভিযান থেকে আটক পাকিস্তানি জামায়াতের নেতা মুস্তাক আহমদ। সাবেক এই সিনেটর বর্তমানে পাকিস্তান দূতাবাসের তত্ত্বাবধানে রয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার।তিনি মুস্তাক আহমদদের মুক্তির বিষয়টি নিশ্চিত করে এক্স-এ বলেন, সাবেক সিনেটর মুস্তাক আহমদ মুক্তি পেয়েছেন এবং বর্তমানে আম্মানে পাকিস্তান দূতাবাসের নিরাপদ তত্ত্বাবধানে রয়েছেন। তিনি সুস্থ ও মনোবল দৃঢ় রয়েছে। দূতাবাস তার ইচ্ছা অনুযায়ী পাকিস্তানে ফেরার ব্যবস্থা করতে প্রস্তুত।এসময় মুস্তাক আহমেদের মুক্তির জন্য সহায়তা করা সব বন্ধু রাষ্ট্রকেও ধন্যবাদ জানান ইসহাক দার।ইসরায়েলি হেফাজতে ভয়ংকর অভিজ্ঞতামুক্তির পর ভিডিও বার্তায় পাকিস্তানের সাবেক সিনেটর জানিয়েছেন, তাকে কেটজিওট জেলে বন্দি রাখা হয়েছিল, যা ইসরায়েলের নেগেভ মরুভূমিতে একটি উচ্চ নিরাপত্তা কেন্দ্র।‘আমাদের ওপর নির্যাতন চালানো হয়েছিল। চোখে কাপড় বেঁধে রাখা হয়েছিল, বন্দুক তাক করা ছিল। আমি অনশন...