ভিয়েতনামে ইসলামের আবির্ভাব বেশ বৈচিত্রময়। নানা চড়াই-উৎরাই-এর মধ্য দিয়ে দেশটিতে ইসলাম ও মুসলমানরা রীতিমত উদীয়মান শক্তিতে পরিণত হয়েছে। দেশটিতে প্রতিনিয়তই মুসলমানদের সংখ্যা গাণিতিকহারে বেড়েই চলেছে। ভিয়েতনামে ইসলামের আবির্ভাব বেশ বৈচিত্রময়। নানা চড়াই-উৎরাই-এর মধ্য দিয়ে দেশটিতে ইসলাম ও মুসলমানরা রীতিমত উদীয়মান শক্তিতে পরিণত হয়েছে। দেশটিতে প্রতিনিয়তই মুসলমানদের সংখ্যা গাণিতিকহারে বেড়েই চলেছে। ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, ভিয়েতনামে ইসলাম চাম জনগণের ধর্ম; যারা অস্ট্রোনেশিয়ান সংখ্যালঘু জাতিগোষ্ঠীর অংশ। দেশটির এক-তৃতীয়াংশ মুসলমান অন্যান্য জাতিগোষ্ঠীর অন্তর্র্ভূক্ত। ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান ৬৫০ খ্রীস্টাব্দে ভিয়েতনাম ও তাং রাজবংশের শাসনামলে চীনে প্রথম সরকারী মুসলিম দূত পাঠান। ৯ম এবং দ্বাদশ শতাব্দীতে বিভিন্ন আরব ভৌগোলিক আধুনিক কালের পূর্ব ইন্দোচীনকে কিমার, সানফ (চাম) এবং লুকিন (ভিয়েতনামি) এর ভূমি হিসাবে চিহ্নিত করেছেন। সে সময় ভিয়েতনাম তাং চীনের শাসনাধীন ছিল। প্রাপ্ত তথ্যমতে,...