দেশ বরেণ্য নাট্যকার প্রয়াত সেলিম আল দীনের পদক, পুরস্কার, পাণ্ডুলিপি ও স্মৃতিস্মারক রাষ্ট্রীয় উদ্যোগে সংরক্ষণের দাবি জানিয়েছেন দেশের ৫০ বিশিষ্ট নাগরিক। মঙ্গলবার (৭ অক্টোবর) লেখক ও সাংবাদিক অর্বাক আদিত্যর পাঠানো এক বিবৃতির মাধ্যমে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘বাংলা ভাষার অন্যতম প্রধান নাট্যকার নাট্যাচার্য সেলিম আল দীনের পদক, পুরস্কার, পাণ্ডুলিপি, স্মৃতিস্মারক অযত্নে-অবহেলায় পড়ে আছে বলে আমরা জানতে পেরেছি। বাংলা ভাষার এমন একজন কীর্তিমান নাট্যকারের এসব গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক দলিল দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ধরে সংরক্ষণ ও প্রদর্শন না করে একটি পরিবারের কাছে কুক্ষিগত রয়েছে জানতে পেরে আমরা মর্মাহত।’ সেলিম আল দীন নাট্যশিল্পের ইতিহাসের এক উজ্জ্বল নাম উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, ‘তার নাটক, গবেষণা ও শিল্পভাবনা কেবল নাট্যচর্চাকে নতুন উচ্চতায় নিয়ে যায়নি বরং আমাদের জাতিসত্তার...