বাংলাদেশের কর্মীরা যেন কম খরচে এবং সহজে আয়ের টাকা দেশে পাঠাতে পারেন, সেজন্য সৌদি আরবের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। একই সঙ্গে দেশটি থেকে বিভিন্ন খাতে বিনিয়োগও চান তিনি। মঙ্গলবার রাজধানীতে সৌদি আরব-বাংলাদেশ ব্যবসা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় শ্রমিকদের দক্ষ করে তুলতে সৌদি সহযোগিতার আহ্বান জানান বক্তারা। প্রাকৃতিক ও খনিজ সম্পদে সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সৌদি আরব। মুসলিম দেশটির সঙ্গে বাংলাদেশের ধর্মীয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক অনেক মিল রয়েছে। প্রবাসী আয়ের বড় উৎস এই দেশটি এখনো সম্ভাবনাময় শ্রমবাজার হিসেবে বিবেচিত। বাংলাদেশ-সৌদি আরব ইনভেস্টমেন্ট সামিটের দ্বিতীয় দিনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, এই অঞ্চলে বাণিজ্য ও বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, বিদ্যমান কিছু বাধা দূর করা গেলে বাংলাদেশ থেকে...