ফ্যাশন, স্টাইল, ট্রেন্ড, বাজেট – সবকিছু মিলিয়ে আমরা প্রতিদিন বিচিত্র ধরণের কাপড়ের পোশাক পরি। আবার কাপড় ধোয়া, শুকানো ও ইস্ত্রি করার ঝামেলা থেকে বাঁচতে সিন্থেটিক কাপড় বেশ জনপ্রিয়। সেই সঙ্গে আছে নানান ডিজাইন ও স্টাইলের আকর্ষণ। তবে আমাদের আবহাওয়াতে সুতি কাপড়কে আরাম আর ঐতিহ্যে টেক্কা দেওয়া কঠিন। শুধু ঐতিহ্যই না, সুতি কাপড়ের পোশাক পরার আছে নানান উপকারিতা। আজ (৭ অক্টোবর) বিশ্ব তুলা দিবসে চলুন জেনে নেই সুতি সুতার কাপড় কেন পরবেন- বিশ্বের বেশিরভাগ কাপড়ের মধ্যে তুলা অন্যতম প্রাকৃতিক উপাদান। আন্তর্জাতিক পরিবেশ গবেষণা সংস্থার মতে, তুলা উৎপাদন ও ব্যবহারে পরিবেশের ক্ষতিকর প্রভাব কম, কারণ এটি বায়োডিগ্রেডেবল বা পচনশীল এবং পুনর্ব্যবহারযোগ্য। তুলা উৎপাদনে কম রাসায়নিকের ব্যবহার করা হয়, যা পরিবেশের জন্য অপেক্ষাকৃত নিরাপদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে, সুতি কাপড়ের মূল বৈশিষ্ট্য হলো...