শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে প্রবেশের সময় ২৪ জনকে আটক করা হয়েছে; যাদের মধ্যে পাচারকারী দলের সদস্যরাও আছেন বলে ভাষ্য বিজিবির। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদীগ্রাম বিওপির সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান ময়মনসিংহ-৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান। আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. মজিবুর রহমান (২৫), শাহরিয়ার ইমন (২১), ওয়াহিদ (৩৮), মো. কুরবান আলী (৪৫), মো. মিঠুন আলী (২৭), জয়নুল হোসেন (৩০), ইব্রাহীম (৩৩), আখতারুল (২৯), মো. মাহাবুর (৪৭), মো. শাকিল (২৯), মো. তারিফ (২৭), মো. মামুন (৪০), আসমাউল (১৮), ইয়াকুব আলী (৩০), রাজশাহী জেলার তৌফিক ওমর (২৩), মো. আকবর (২৯), বিপ্লব হোসেন (১৯) এবং নাটোর জেলার মো. রতন আলী (৩৮)। আটকদের মধ্যে চারজন অটোরিকশা চালক। তারা...