পল্লীকবি জসিমউদ্দীনের গান বা বিভিন্ন চলচ্চিত্রে দেখা বেদে সম্প্রদায়েরর নৌকায় ভেসে বেড়ানো ও সাপ খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করার চিরায়ত চিত্র এখন অতীত। সময়ের সঙ্গে সঙ্গে এই সম্প্রদায়টি এখন নদী ছেড়ে জমিনে উঠেছে। তারই এক উদাহরণ হলো ফরিদপুরের মুন্সিবাজার এলাকা, যেখানে বর্তমানে প্রায় ৫৫টি ঝুপড়িতে ৮০টি বেদে পরিবার বসবাস করছে।আরো পড়ুন:শীতে কাতরাচ্ছে চাঁদপুরের বেদে জনগোষ্ঠীশেরপুরে বেদে পল্লীতে স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা শেরপুরে বেদে পল্লীতে স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা একসময়ের এই যাযাবর সম্প্রদায় এখন মুন্সিবাজার ছাড়াও বিভিন্ন স্থানে স্থায়ী বসতি গড়ে তুলেছে। তবে তাদের নিজস্ব কোনো ভিটা বা জমি নেই। মুন্সিবাজারে তারা হামিম গ্রুপের একটি বড় প্লটে অস্থায়ী ঝুপড়ি বানিয়ে বসবাস করছে বলে জানা গেছে। তাদের ঐতিহ্যবাহী পেশা বদলে যাওয়ায় জীবিকার তাগিদে তারা এখন হয়রানিমূলক ভিক্ষাবৃত্তির আশ্রয় নিয়েছে, যা সাধারণ মানুষের...