জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আয়োজনের জন্য আগামীকাল ৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। তবে এখনও আইন পাশ না হওয়ায় আগামীকাল নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে না। কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যের একটি প্রস্তুতি কমিটি গঠন করতে যাচ্ছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। উপাচার্য বলেন, “আইন পাশ না হওয়ায় এখনই আমরা নির্বাচন কমিশন গঠন করতে পারছি না। তবে একটি নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করা হবে। পাঁচ সদস্য বিশিষ্ট এই কমিটি নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করবে। কমিটি গঠনের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে...