জাতিসংঘের স্যাটেলাইট সেন্টারের বিশ্লেষণ অনুযায়ী, গত জুলাই পর্যন্ত ইসরাইলি হামলায় গাজায় প্রায় এক লাখ ৯৩ হাজার ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। দুই বছর পেরোলেও গাজায় ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ট্যাংক, যুদ্ধবিমান ও নৌবাহিনীর গোলাবর্ষণে গাজার বিভিন্ন এলাকা এখনো কাঁপছে বলে জানিয়েছে রয়টার্স। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় শুরু হওয়া ইসরাইলের এ অভিযান টানা দুই বছর পরও চলছে। The United Nations Satellite Centre (@UNOSAT) has released an updated satellite-based assessment of structural damage in the#GazaStrip. As of 8 July, approximately 78% of all structures—around 193,000—are damaged, including 102,000 that are destroyed.➡️https://t.co/Bfmd5NM098pic.twitter.com/uVY59sLrXS— UNOSAT (@UNOSAT)August 8, 2025 The United Nations Satellite Centre (@UNOSAT) has released an updated satellite-based assessment of structural damage in...