বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালক হিসেবে প্রথম বোর্ড সভায় অংশ নিলেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। মঙ্গলবার অনুষ্ঠিত এই সভার পর সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি ও পরিকল্পনা তুলে ধরেন তিনি। পাইলট বলেন, ‘খেলার ভাষায় বললে আজ আমার জন্য একদম নতুন একটা ইনিংসের শুরু। গতকাল সারারাত ঘুমাতে পারিনি, অনেক চিন্তা হচ্ছিল। কী হবে, কীভাবে হবে। তবে আলহামদুলিল্লাহ, সব ঠিকঠাক হয়েছে। এটা আমার প্রথম দিন, জুলাইয়ের পর বোর্ডে বসা হলো, বেশ সুন্দর একটা অনুভূতি। ’ তিনি আরও বলেন, ‘আজ মূলত অবজারভেশন করছিলাম- প্রেসিডেন্ট, সিনিয়র সদস্যরা কী বলছেন, কার কী অভিজ্ঞতা। যারা অনেক দিন ধরে কাজ করছেন, তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছি। আমার কাছে মনে হয়েছে যেমন ব্যাটিংয়ে শুরুটা গুরুত্বপূর্ণ, তেমনি বোর্ডের কাজেও প্রথমে বুঝে নেওয়াটাই দরকার। ’ নিজের দায়িত্ব ও দৃষ্টিভঙ্গি...