অক্টোবর মাসের জন্য ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১,২৪১ টাকায়। মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম ঘোষণা করে। সংস্থাটি জানিয়েছে, নতুন দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, সেপ্টেম্বর মাসের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১,২৭০ টাকা। এবার ২৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে ২ সেপ্টেম্বর দাম ৩ টাকা কমানো হয়েছিল। একই সঙ্গে, অটোগ্যাসের দামও কমানো হয়েছে। অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার মূসকসহ ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫৬ টাকা ৭৭ পয়সা। আগের মাসে এটি ছিল ৫৮ টাকা ১৫ পয়সা। বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের সৌদি সিপি (প্রতি মেট্রিক টন) যথাক্রমে ৪৯৫...