জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদের সঙ্গে প্রথমবারের মতো পর্দা শেয়ার করছেন চিত্রনায়ক শাকিব খান। দুজনকে দেখা যাবে আসন্ন চলচ্চিত্র ‘সোলজার’-এ। রাজধানীর ৩০০ ফিট এলাকায় চলছে সিনেমাটির শুটিং। এরই মধ্যে প্রথম দিনের দৃশ্যধারণে অংশ নিয়েছেন তৌকীর আহমেদ। ছবিতে আরও অভিনয় করছেন অভিজ্ঞ অভিনেতা তারিক আনাম খান। সোলজার-এ তৌকীর আহমেদকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ ও ভিন্নমাত্রার চরিত্রে। বলা হচ্ছে, এটি তাঁর ক্যারিয়ারের অন্যতম নেতিবাচক চরিত্র, যে রকম ভূমিকায় আগে কখনও দেখা যায়নি তাঁকে। তৌকীরের শুটিংয়ের মুহূর্ত ইতিমধ্যে ক্যামেরাবন্দি হয়েছে, আর অভিনেতা নিজেও চলচ্চিত্রটিতে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। চলচ্চিত্রটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা...