জামালপুরের ইসলামপুর উপজেলার গ্রাম পুলিশের বকেয়া বেতন পরিশোধ করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তৌহিদুর রহমান। সম্প্রতি ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌহিদুর রহমান তার কার্যালয়ে থেকে এই বকেয়া প্রদান করেন। প্রথম পর্যায়ে ২০২০ সালের শেষ ৬ মাসের বকেয়া বেতন পেয়েছেন গ্রাম পুলিশ সদস্যরা। জানা গেছে, গ্রাম পুলিশরা ইউনিয়ন পরিষদের পাশাপাশি সপ্তাহে ১ দিন অফিসার ইনচার্জের তত্বাবধানে থানায় দায়িত্ব পালন করেন। ইসলামপুর উপজেলার গ্রাম পুলিশ সদস্যরা এই দায়িত্ব নিয়মিত পালন করে গেলেও প্রায় সাড়ে ৫ বছর ধরে থানায় দায়িত্ব পালনের ভাতা পাচ্ছিলেন না। বর্তমান উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি অবগত হওয়ার পর এই বকেয়া ভাতা গ্রাম পুলিশ সদস্যদের হাতে তুলে দেওয়া শুরু করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন ইসলামপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক সোহেল আহসান, সহ-সভাপতি মো....