ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দালাল চক্রের সহায়তায় যাত্রার প্রস্তুতি নেওয়া ২৪ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে মানবপাচার চক্রের দুই সদস্যও রয়েছে। শনিবার (৬ অক্টোবর) রাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্ত এলাকা থেকে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) হলদীগ্রাম বিওপির টহল দল তাদের আটক করে। বিজিবি সূত্রে জানা যায়, ওই রাতে সীমান্তের ১১১০ নম্বর পিলারের কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে গজারিবাগান এলাকায় টহলরত বিজিবি সদস্যরা চারটি সিএনজিতে করে ২৪ জনকে ভারতে প্রবেশের চেষ্টা করতে দেখে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে বেশিরভাগের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলায়। তারা জানান, ভারতে চেন্নাই শহরে রাজমিস্ত্রি ও শ্রমিক হিসেবে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ জন্য প্রত্যেকে দালাল চক্রকে পাঁচ হাজার টাকা করে প্রদান করেছিলেন। মানবপাচার চক্রের সঙ্গে জড়িত হিসেবে যাদের আটক করা হয়েছে, তারা...