রাঙামাটি সদরে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় রাঙামাটি জেলাপ্রশাসক কার্যালয়ের সামনে জেলা ক্রীড়ামোদী নাগরিকবৃন্দের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অধ্যাপক রনজ্যোতি চাকমার সভাপতিত্বে ও চিত্রশিল্পী মো. ইব্রাহীমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, ক্রীড়াবিদ আব্দুল মান্নান, সমাজসেবক নুরুল আবছার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য হৃদয় চাকমা, এনসিপি নেতা শহীদুল ইসলাম, বিএনপি নেতা বাবুল তালুকদার, রিকো খীসা প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, “এই মানববন্ধনে বয়স্ক লোকেরা আজকে যে রাজপথে দাঁড়িয়েছে, অনুরোধ জানাচ্ছি এখানে লুকোচুরি করবেন না। আসুন কথা বলুন, যদি যুক্তি হয় রাঙামাটির...