ঢাকা : বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টিকে ৬০ কোটি টাকার প্রতারণা মামলায় টানা সাড়ে চার ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করল মুম্বাই পুলিশের ইকনমিক অফেন্সেস উইং (EoW)। আর্থিক প্রতারণার সংক্রান্ত মামলায় এই পুলিশি বিভাগ এবার জিজ্ঞাসাবাদ করল অভিনেত্রীকে।এই মামলায় তাঁর স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রার নাম আগেই উঠে এসেছিল। তাঁদের Best Deal TV Private Limited- বন্ধ হয়ে যাওয়ায়, বিষয়টি ঘিরে তদন্ত চলছে।এই কোম্পানিটি এক সময় হোম শপিং ও অনলাইন রিটেল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করত। রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি দুজনেই এই কোম্পানির ডিরেক্টর ছিলেন। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত রাজ কুন্দ্রাসহ পাঁচজনের বয়ান রেকর্ড করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন কোম্পানির নিযুক্ত রেজোলিউশন প্রফেশনাল রাজেন্দ্র ভূতাড়া, যিনি লিকুইডেশন চলাকালীন কোম্পানির দায়িত্বে ছিলেন।এই মামলার সূত্রপাত হয় ২০২৩ সালের ১৪ আগস্ট, যখন ব্যবসায়ী দীপক...