শুরুটা ভালো না হলেও তৃতীয় উইকেট জুটিতে সেই ধাক্কা সামাল দিয়েছিল বাংলাদেশ। একটা সময় মনে হচ্ছিল দুইশ ছুঁয়ে ফেলবে টাইগ্রেসরা। কিন্তু আবারও ব্যাটিং ধ্বস নামলে সেটি আর সম্ভব হয়নি। এতে দেড়শ ছোঁয়া পুঁজি দাঁড় করিয়েছে বাংলাদেশ। এখন কঠিন দায়িত্ব নিতে হবে বোলারদের। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) গোয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের ২ বল বাকি থাকতে সবগুলো উইকেট হারিয়ে ১৭৮ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ৩৫ রানের মধ্যেই ফিরে যান ওপেনার রুবায়া হায়দার (৯ বলে ৪) আর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (২ বলে ০)। তৃতীয় উইকেটে ৩৪ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন আরেক ওপেনার শারমিন আক্তার সুপ্তা আর সোবহানা মোস্তারি। ৫২ বলে ৩০ রানে শারমিন ফিরলে ভাঙ্গে সেই...