কুমিল্লার চান্দিনা উপজেলায় ঋণের টাকা পরিশোধ করতে না পারায় আলী আকবর (৭০) নামের এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে বোরহান উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকালে উপজেলার রসুলপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা ধরে বৃদ্ধ আলী আকবরকে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। পরে ওই দিন বিকেলে তাঁর ওপর নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রসুলপুর গ্রামের আবুল কালাম ও তাঁর ছেলে বোরহান উদ্দিন দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা করে আসছেন। প্রায় দুই বছর আগে আলী আকবর তাঁর ছেলেকে বিদেশ পাঠানোর জন্য বোরহানের কাছ থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। পরবর্তীতে...