সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ তামান্না নুসরাত বুবলীকে কাঠগড়ায় দেখে কাঁদলেন তার কন্যা নাজা। মেয়েকে আদালতের দরজায় দাঁড়ানো দেখে আপ্লুত হলেন বুবলীও। মঙ্গলবার দুপুরে ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামানের আদালতে মঙ্গলবার এ দৃশ্য দেখা যায়। তামান্না নুসরাত বুবলী ২০১১ সালে সন্ত্রাসী হামলায় নিহত নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী। তেজগাঁও থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে বুবলীকে গত ২৮ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। ৩০ সেপ্টেম্বর তার জামিনের আবেদন নামঞ্জুর হয়। সেদিনই বুবলীর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই আনোয়ার হোসেন খান। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য মঙ্গলবার দিন ঠিক করেন। এদিন শুনানি কালে বুবলীকে আদালতে হাজির করা হয়। বুবলীকে দেখতে মেয়ে-বোনসহ স্বজনরা আদালতে আসেন। ২টা ৫২ মিনিটের...