চিকিৎসা বিজ্ঞানে এক যুগান্তকারী সাফল্য অর্জন করেছে কানাডার বিজ্ঞানীরা। তারা এমন এক ‘বায়োনিক আই’ তৈরি করেছেন, যা সম্পূর্ণ অন্ধ মানুষকেও পুনরায় দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সক্ষম। এই আধুনিক চোখের প্রতিস্থাপন প্রযুক্তি প্রচলিত চিকিৎসা পদ্ধতির মতো নয়। এটি ক্ষতিগ্রস্ত রেটিনা অংশকে বাইপাস করে সরাসরি অপটিক নার্ভে (optic nerve) সিগন্যাল পাঠায়। অত্যন্ত ক্ষুদ্র ইলেকট্রোডের মাধ্যমে আলোকে বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তরিত করে সেই সিগন্যাল মস্তিষ্কে পৌঁছে দেয়—ফলে রোগীর চোখ আলো ও আকার অনুধাবন করতে পারে। এই বায়োনিক সিস্টেমটি কাজ করে এক জোড়া স্মার্ট চশমার (smart glasses) সঙ্গে। চশমাটিতে থাকে ক্ষুদ্রাকৃতির ক্যামেরা, যা সামনে থাকা দৃশ্যের ছবি ধারণ করে। এরপর সেই ভিজ্যুয়াল তথ্য ওয়্যারলেসভাবে ইমপ্লান্টে পাঠানো হয়, এবং মুহূর্তেই মস্তিষ্ক তা প্রক্রিয়াজাত করে দৃশ্যের আকার তৈরি করে ফেলে। প্রাথমিক ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেওয়া রোগীরা বছরের পর...