নখকুনি—শুনতে সাধারণ মনে হলেও যাদের হয়েছে, তারা জানেন এর যন্ত্রণা কতটা কষ্টকর। পায়ের নখ যখন চামড়ার ভেতরে ঢুকে যায়, তখনই তৈরি হয় এই সমস্যা। আর অনেকেই এটা থেকে মুক্তি পেতে নিজের মতো করে নানা পদ্ধতি অবলম্বন করেন, কিন্তু বেশিভাগ ক্ষেত্রেই তাতে তেমন সুফল মেলে না।তাই বিশেষজ্ঞরা বলছেন, এমন সমস্যার মুখোমুখি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায়। তবে তারা আরও দাবি করেন, কিছু ঘরোয়া পদ্ধতি আছে যা নিয়মিত মেনে চললে নখকুনির যন্ত্রণা অনেকটাই কমানো সম্ভব।চলুন জেনে নিই নখকুনির কারণ, ঘরোয়া চিকিৎসা ও প্রতিরোধের উপায়—নখকুনির মূল কারণফুসফুস ক্যানসারের এই ৫ উপসর্গ সাধারণ অসুখ ভেবে এড়িয়ে যাচ্ছেন না তো?চিকিৎসকরা বলছেন, টাইট বা ফিটিং জুতা পরা, ভুলভাবে নখ কাটা, নখে ধাক্কা লাগা বা আঘাত পাওয়া, হাইজিন ঠিকভাবে অনুসরণ না করা এবং পায়ের ঘাম...